বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১

আমি তখন একলা বসিয়া দুইজন হইতাম ।" একথা কে বলেছে ? এমন বলবার কারণ কী আলোচনা করো প্রশ্নোত্তর

 

বাংলা অনার্স সাম্মানিক আমি তখন একলা বসিয়া দুইজন হইতাম একথা কে বলেছে এমন বলবার কারণ কী আলোচনা করো প্রশ্নোত্তর Bengali honours ami tokhon akla bosiya duijon hoitam akotha ke boleche amon bolbar karon ki alochona koro


                       প্রশ্নের মান : ৫/৬



প্রশ্ন: " আমি তখন একলা বসিয়া দুইজন হইতাম ।" একথা কে বলেছে ? এমন বলবার কারণ কী আলোচনা করো ।



উত্তর:- " আমি তখন একলা বসিয়া দুজনে হইতাম ।" কথাটি " কঙ্কাল " গল্পের অশরীরী নায়িকার । এই নায়িকা নিজের রুপ সৌন্দর্য সম্পর্কে বর্ননা করতে গিয়ে একথা বলেছে । পঁচিশ ছাব্বিশ বছর বয়সে বিধবা যুবতী মেয়েটির সৌন্দর্য এতটাই ফুটে উঠেছিল যে নিজের সৌন্দর্য দেখে নিজেই মুগ্ধ হয়ে উঠত । বাস্তবের সৌন্দর্যের সঙ্গে কল্পনা মিশে তা আরও। বৃদ্ধি পেত । মেয়েটি প্রেমে পড়েছিল শশিশেখর ডাক্তারের । তাই ডাক্তার কে মুগ্ধ করার জন্যই সে সাজত । নিজের সৌন্দর্য কে বাড়িয়ে তুলতে যত্নবতি হত । এবং দেখবার মানুষ শশী ডাক্তারের অভাবে নিজেই কল্পনায় শশী ডাক্তার হয়ে উঠত এবং দর্পণে নিজের রুপ দেখে শশী ডাক্তারের মুগ্ধতা টুকু নিজেই উপভোগ করত । কোনো প্রেমাকাঙ্খিনি মেয়ের সৌন্দর্য উপস্থাপনার এমন কৌশল রবীন্দ্রনাথ আর কোথাও ব্যবহার করেননি । এ যেন প্রিয়জনের চোখে নিজের সৌন্দর্য আস্বাদন করার এক অভূতপূর্ব সুখ ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন