আমি তখন একলা বসিয়া দুইজন হইতাম ।" একথা কে বলেছে ? এমন বলবার কারণ কী আলোচনা করো প্রশ্নোত্তর
প্রশ্নের মান : ৫/৬
প্রশ্ন: " আমি তখন একলা বসিয়া দুইজন হইতাম ।" একথা কে বলেছে ? এমন বলবার কারণ কী আলোচনা করো ।
উত্তর:- " আমি তখন একলা বসিয়া দুজনে হইতাম ।" কথাটি " কঙ্কাল " গল্পের অশরীরী নায়িকার । এই নায়িকা নিজের রুপ সৌন্দর্য সম্পর্কে বর্ননা করতে গিয়ে একথা বলেছে । পঁচিশ ছাব্বিশ বছর বয়সে বিধবা যুবতী মেয়েটির সৌন্দর্য এতটাই ফুটে উঠেছিল যে নিজের সৌন্দর্য দেখে নিজেই মুগ্ধ হয়ে উঠত । বাস্তবের সৌন্দর্যের সঙ্গে কল্পনা মিশে তা আরও। বৃদ্ধি পেত । মেয়েটি প্রেমে পড়েছিল শশিশেখর ডাক্তারের । তাই ডাক্তার কে মুগ্ধ করার জন্যই সে সাজত । নিজের সৌন্দর্য কে বাড়িয়ে তুলতে যত্নবতি হত । এবং দেখবার মানুষ শশী ডাক্তারের অভাবে নিজেই কল্পনায় শশী ডাক্তার হয়ে উঠত এবং দর্পণে নিজের রুপ দেখে শশী ডাক্তারের মুগ্ধতা টুকু নিজেই উপভোগ করত । কোনো প্রেমাকাঙ্খিনি মেয়ের সৌন্দর্য উপস্থাপনার এমন কৌশল রবীন্দ্রনাথ আর কোথাও ব্যবহার করেননি । এ যেন প্রিয়জনের চোখে নিজের সৌন্দর্য আস্বাদন করার এক অভূতপূর্ব সুখ ।
কোন মন্তব্য নেই