মা আমাদের ক্ষ্যাপা মা গো । রাগলে আর রক্ষে নাই ।ক্ষ্যাপা মা বলা হয়েছে কাকে । তাঁর চরিত্র সম্পর্কে কতটুকু জানা যায় বলো প্রশ্নোত্তর
প্রশ্ন: " মা আমাদের ক্ষ্যাপা মা গো । রাগলে আর রক্ষে নাই ।" " ক্ষ্যাপা মা " বলা হয়েছে কাকে ? তাঁর চরিত্র সম্পর্কে কতটুকু জানা যায় বলো ।
উত্তর:- " ক্ষ্যাপা মা " বলা হয়েছে শ্রীহরি ঘোষের মাকে । যে ক্রুদ্ধ হলে সকলকেই গালি দিতে থাকে ।
[ ] শ্রীহরির মা একজন অশিক্ষিত , অনভিজাত গ্রাম্য বৃদ্ধা । ছোট মনের মানুষ । ভীষন কঞ্জুস এবং আত্মপরায়ন । অন্য কারো ভালো দেখতে পারে না । পাড়ার মানুষকে তো গাল দেয়ই , নিজের ছেলে বউ কেও গাল দিতে ছারে না । রাগের মাথায় ছিরু অনিরুধের ধান চুরি করে কাটায় পুলিশের কাছে অভিযোগ করা হয় । পুলিশ তদন্তেও আসে । সেই পুলিশের হাত থেকে বাঁচার জন্য ছিরু পঞ্চাশ টাকা ঘুষ দেয় । সেটা জানতে পেরেও তার মা রাগে গজ গজ করতে থাকে , পঞ্চাশ টাকা খল খল করে বেরিয়ে গেল বলে । বায়েন পাড়ায় আগুনে যাদের ঘর পুড়ে গিয়েছে তাদের পরিবার পিছু পাঁচ কিলো করে চাল , বাঁশ , খড় দেবার কথা জানালেও ছিরুর মা গাল দিতে শুরু করে " ওরে ও হতচ্ছাড়া বাঁশবুকো , বলি দাতা কর্ন সেন হলি কবে থেকে ? " রাগ হলে ছিরুর বউকেও গাল দেয় । বলে " বিয়ানখাগী " । সাত সন্তানের পাঁচটা মারা যাওয়ায় এই গাল । গালের সময় বাকি দুটোকেও খাওয়ার কথা বলে ।
[ ] ছিরুর মা ছিরুকে যেমন গাল দেয় , তেমনি ছিরুকে ভয়ও পায় । সে মাকেও চুলের মুঠি ধরে দু - চার ঘা বসিয়ে দিতে ছারে না । যে মা ছেলের হাতের মার খায় , অশ্লীল ভাষায় চিৎকার করে গাল দেয় , তার আভিজাত্য বলে কিছু থাকে না । ছেলের অনেক টাকা থাকলেও মা আর পাঁচজন নিম্ন মানসিকতার , অনুদার , কোন্দল পরায়ন গ্রাম্য মহিলা ছাড়া আর কিছু নয় ।
কোন মন্তব্য নেই