Breaking News

ফসিল সামন্ততন্ত্রের কি কি নমুনা লেখক তুলে ধরেছেন তা নিজের ভাষায় লেখো প্রশ্নোত্তর

 

বাংলা অনার্স সাম্মানিক bengali honours ফসিল সামন্ততন্ত্রের কি কি নমুনা লেখক তুলে ধরেছেন তা নিজের ভাষায় লেখো প্রশ্নোত্তর fosil samontotontorer ki ki nomuna lekhok tule dhorechen ta nijer vashay lekho

উত্তর:- সুবোধ ঘোষের “ ফসিল ” গল্পের মহারাজা হলেন সামন্ততন্ত্রের প্রতিনিধি । যুগ পাল্টেছে রাজাদের আধিপত্য আর আগের মত নেই । কিন্তু অঞ্জন গড়ের মহারাজা আধিপত্য লিপ্সু । সামন্ততান্ত্রিক অভিজাত খোয়াতে তিনি  আগ্রহী নন । তাই যথাসাধ্য চেষ্টা করেন সাবেক রীতিনীতি অক্ষুন্ন রাখতে । মহারাজার এক কুড়ির উপর উপাধী ।  ত্রিভুবনপতি , নরপাল , ধর্মপাল , অরাতিদমন ইত্যাদি । সাবেক কালের কেল্লাটা লুপ্তশ্রী , কিন্তু পাথরের গাঁথুনি এ খানে অটুট । কেল্লার ফটকে বনো হাতির জীর্ণ  কঙ্কালের মত দুটো মরচে পড়া কামান । তার নলের ভেতর পায়রার ডিম পাড়ে , ছায়ায় ক্লান্ত কুকুর ঝিমেয় ।  দপ্তরে দপ্তরে পাগড়ি আর তরকারির ঘটা । দেওয়ালের খুটোর মতো ঢাল । বিভিন্ন পদের নামও সামন্ততান্ত্রিক গন্ধবহ । সচিব , ফৌজদার , ইত্যাদি । প্রজা শাসনের জাঁক যমজ নজর কাড়ে । প্রতি রবিবারে দুঃস্থ মানুষের মধ্যে চিড়ে গুর বিতরণ করা হয় । সংক্রান্তির দিনে মহারাজ হাতির পিঠে চরে বের হন প্রজাদের দর্শন দিতে , আশীর্বাদ করতে । তার জন্মদিনে প্রজাদের রামলীলা শোনাবার ও ব্যাবস্থা হয় । মহারাজার রাজকীয় শখ পোলো খেলা । তাঁর জন্য দামি দামি বিদেশী ঘোড়া । রাজা তাদের ভালোবাসেন । লেখক এই সব বর্ণনার মধ্যে দিয়েই মহারাজার সামন্ততান্ত্রিক আভিজাত্য নমুনা তুলে ধরেছেন ।

কোন মন্তব্য নেই