তেলেনাপোতায় মৎস শিকারের বৃত্তান্তটি নিজের ভাষায় বলো । শেষপর্যন্ত “ ছিপটিপের ” কি দশা হয়েছিল ? প্রশ্নোত্তর
উত্তর:- তেলেনাপোতায় আগন্তুক তিন যুবকের একজনের শখ মৎস শিকার । রাতটুকু পোহালেই সেই শিকারী যুবক “ ষোড়শোপচার আয়োজন নিয়ে মৎস আরাধনার জন্য পুকুর ঘাটে গিয়ে যথোচিত নৈবদ্য সহ ছিপ ফেলে বসল । কিন্তু , বেলা অনেক হওয়া সত্বেও মাছ একটাও উঠল না । অথচ , বাঁশের ডগায় বসে থাকা এক মাছরাঙ্গা পাখি শিকারী যুবককে উপহাস করবার জন্যই যেন ঝাঁপিয়ে পড়ে একটা মাছ ঠোঁটে নিয়ে আবার ফিরে গিয়ে নিজের জায়গায় বসে দুর্বোধ্য ভাষায় যুবককে বিদ্রুপ করে । একটা সাপও বাঁধানো ঘাটের কোনো ফাটল থেকে বেরিয়ে যুবককে অগ্রাহ্য করে । জলে সাঁতার কেটে অন্য প্রান্তে চলে যায় ।
[ ] এমন সময় একটা যুবতী আসে ঘড়ায় জল নিতে । নি:সংকোচ সেই যুবতীকে দেখে মৎস শিকারী কিছুটা বিহ্বল হয়ে পড়ে হয়তো । তাই , ফাৎনার দিকে মনোযোগ দিতে পারে না । যুবতীটি নি:সংকোচেই বলে , “ বসে আছেন কেন ? টান দিন ।” ঠিক সময়ে টান দিতে না পারায় যুবকটি একটা মাছও জল থেকে তুলতে পারে নি । সে কথা যুবতী মেয়েটার মুখ থেকে অন্যরাও জেনে গিয়েছে ।
[ ] কলকাতায় ফেরার সময় শিকারী যুবকটি তার মৎস শিকারের ছিপ ও অন্যান্য সরঞ্জাম ফিরিয়ে নিয়ে যায় নি । আবার আসবার কথা মনে রেখে মাছ ধরার সরঞ্জাম তেলেনাপোতাতেই ফেলে গিয়েছে । তবে মাছ ধরতে আর তার আসা হয়নি ।
Good
উত্তরমুছুন