সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১

রাজা বাহাদুরের হান্টিং বাংলোর পরিচয় দাও প্রশ্নোত্তর

 

বাংলা অনার্স সাম্মানিক bengali honours রাজা বাহাদুরের হান্টিং বাংলোর  পরিচয় দাও প্রশ্নোত্তর raja bahadurer hanting banglor porichoy dao questions answer

উত্তর:- রাজাবাহাদুরের আহবানে “ টপ ” গল্পের লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় গভীর অরণ্যে নির্মিত রাজাবাহাদুরের যে হান্টিং বাংলোয় পৌঁছান সেটা ছিল কাঠের দোতলা বাড়ি পাহাড়ের গাঁয়ে বসানো । বাড়ির সামনে প্রশস্ত কাঠের পাটাতন ফেলে তার উপর দিয়ে যাতায়াত করা হয় । জঙ্গলের মধ্যে বাড়ি অথচ বিলাসিতার সব উপকরণই এখানে মজুত ছিল । লেখক বলেছেন “ এমন একটা বাথরুমে জীবনে আমি স্নান করিনি ।” ব্র্যাকেটে সদ্য পাটভাঙা তিন চারটে তোয়ালে ,  দামি সাবান , তেল, লাইম জুস , অতিকায় বার্থটাব , উপরে ঝাঁজরি ।  রাজকীয়ব্যবস্থা । সব রকমের পোশাকও রাখা ছিল ব্র্যাকেটে । ড্রেসিংরুমও রাজকীয় । প্রসাধনের সমস্ত সামগ্রীই আসে । চায়ের টেবিলে নানান খাদ্য ও ফল সাজানো । ঘরের আর একদিকে বহু আগ্নেয়াস্ত্র সাজানো । রয়েছে তরোয়াল , নেপালী ভোজালি । দেওয়ালের গাঁয়ে হরিণের মাথা , ভালুকের মুখ , বাঘের চামড়া , হাতির মাথা । বাড়ির একদিকে কাঠের পাটাতন প্ল্যাটফর্মের মতো । সেখান থেকে কপিকলে দড়ি ঝোলানো । সেখানে রাজা বাহাদুর মাছ ধরেন । অর্থাৎ বিচিত্রভাবে বাঘ শিকার করেন ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন