বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১

সম্মিলিত মানবতার দৃশ্য যখনই দেখি , আমার মন খারাপ হয়ে যায় ।” সম্মিলিত মানবতার দৃশ্য বলতে কী বোঝানো হয়েছে ? সেই দৃশ্য দেখে মন খারাপের কারণ কি প্রশ্নোত্তর

 

বাংলা অনার্স সাম্মানিক bengali honours সম্মিলিত মানবতার দৃশ্য যখনই দেখি আমার মন খারাপ হয়ে যায় সম্মিলিত মানবতার দৃশ্য বলতে কী বোঝানো হয়েছে সেই দৃশ্য দেখে মন খারাপের কারণ কি প্রশ্নোত্তর sommilito manobotar drissho jokhonoi dekhi amar mon kharap hoye jai sommilito manobotar drissho bolte ki bojhano hoyechhe sei drissho dekhe mon kharaper karon ki questions answer

উত্তর:- “ সম্মিলিত মানবতার দৃশ্য ” বলা হয়েছে ক্লাস স্ট্রীটের ভিড় কে ।  কলকাতার বিশেষ এক অফিস পাড়ার অফিস ছুটির সময় রাস্তার মোড়ে চাকুরী জীবীদের বাড়ি ফেরার তাড়ায় প্রচন্ড ভিড় হয় । কাজের মানুষদের এই ভিড়কেই বলা হয়েছে সম্মিলিত মানবতা ।

[       ] এই ভিড় দেখে লেখকের মন খারাপ হয় । কারণ , এ ভিড়ের মানুষগুলোর ব্যক্তি স্বাতন্ত্র্য বলে কিছু থাকে না । তারা যেন কারো ছেলে , কিম্বা বাবা , দাদা , স্বামী নয় , কেবল প্রবহমান ভিড়ে অংশ । তাদের মন বলে কিছুই নেই , যান্ত্রিক কারনেই যেন তারা নরে চরে বেড়ায় । সবাই যেন কোন উদ্দেশ্যে হীনতায় জড়ো হয়েছে । তাদের কারো দ্বারা কারো উপকার হয় না , অথচ , অস্বস্তি বাড়ে । সব মিলে যেন বিশাল একটা মাংসেরপিন্ড । কারো কোনো কাজে আসে না । বরং দাঁড়াতে , স্বাধীনভাবে হাঁটতে , বাসে উঠতে , বাসে একটু আরাম করে দাঁড়াতে অসুবিধার সৃষ্টি করে । ভিড়ের মধ্যে সহজে নিঃশ্বাস ফেলাও যায় না । ভিড়ের এই মানুষগুলো উপার্জনের তাগিদেই নিজের নিজের পরিবার ছেড়ে , আপনজনদের ছেড়ে যন্ত্রের মতো কাজের জগতে এসেছে । সারাদিন কাজ করে কারো না কারো আর্থিক লাভের কারণ হয়েছে । নিজে বিধ্বস্ত , ক্লান্ত হয়ে , ব্যক্তি স্বাতন্ত্র্যহীন  মাংসপিন্ড টাকে তাকে কোনরকমে টেনে নিয়ে চলেছে , অন্য কোনো ঠিকানায় । এই ক্লান্ত , স্বাতন্ত্র্যহীন , নিস্তেজ মানুষ গুলোর দিকে তাকিয়েই লেখক বুদ্ধদেব বসুর মন খারাপ হয়ে যায় ।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন