সম্মিলিত মানবতার দৃশ্য যখনই দেখি , আমার মন খারাপ হয়ে যায় ।” সম্মিলিত মানবতার দৃশ্য বলতে কী বোঝানো হয়েছে ? সেই দৃশ্য দেখে মন খারাপের কারণ কি প্রশ্নোত্তর
উত্তর:- “ সম্মিলিত মানবতার দৃশ্য ” বলা হয়েছে ক্লাস স্ট্রীটের ভিড় কে । কলকাতার বিশেষ এক অফিস পাড়ার অফিস ছুটির সময় রাস্তার মোড়ে চাকুরী জীবীদের বাড়ি ফেরার তাড়ায় প্রচন্ড ভিড় হয় । কাজের মানুষদের এই ভিড়কেই বলা হয়েছে সম্মিলিত মানবতা ।
[ ] এই ভিড় দেখে লেখকের মন খারাপ হয় । কারণ , এ ভিড়ের মানুষগুলোর ব্যক্তি স্বাতন্ত্র্য বলে কিছু থাকে না । তারা যেন কারো ছেলে , কিম্বা বাবা , দাদা , স্বামী নয় , কেবল প্রবহমান ভিড়ে অংশ । তাদের মন বলে কিছুই নেই , যান্ত্রিক কারনেই যেন তারা নরে চরে বেড়ায় । সবাই যেন কোন উদ্দেশ্যে হীনতায় জড়ো হয়েছে । তাদের কারো দ্বারা কারো উপকার হয় না , অথচ , অস্বস্তি বাড়ে । সব মিলে যেন বিশাল একটা মাংসেরপিন্ড । কারো কোনো কাজে আসে না । বরং দাঁড়াতে , স্বাধীনভাবে হাঁটতে , বাসে উঠতে , বাসে একটু আরাম করে দাঁড়াতে অসুবিধার সৃষ্টি করে । ভিড়ের মধ্যে সহজে নিঃশ্বাস ফেলাও যায় না । ভিড়ের এই মানুষগুলো উপার্জনের তাগিদেই নিজের নিজের পরিবার ছেড়ে , আপনজনদের ছেড়ে যন্ত্রের মতো কাজের জগতে এসেছে । সারাদিন কাজ করে কারো না কারো আর্থিক লাভের কারণ হয়েছে । নিজে বিধ্বস্ত , ক্লান্ত হয়ে , ব্যক্তি স্বাতন্ত্র্যহীন মাংসপিন্ড টাকে তাকে কোনরকমে টেনে নিয়ে চলেছে , অন্য কোনো ঠিকানায় । এই ক্লান্ত , স্বাতন্ত্র্যহীন , নিস্তেজ মানুষ গুলোর দিকে তাকিয়েই লেখক বুদ্ধদেব বসুর মন খারাপ হয়ে যায় ।
কোন মন্তব্য নেই