তেলেনাপোতা আবিষ্কার গল্পের নারী চরিত্র কোনটি ? তার চরিত্রটি আলোচনা করো প্রশ্নোত্তর
উত্তর:- “ তেলেনাপোতা আবিষ্কার ” গ্রন্থের প্রধান নারী চরিত্রটির নাম যামিনী । সে একটি ভাগ্যহীনা মেয়ে । মা ছাড়া তাঁর কেউ নেই । বিরাট অট্টালিকায় ভগ্নস্তূপে বাসিন্দা সে । বোঝা যায় একদিন তার অনেক কিছু থাকলেও আজ সে “ ঘুঁটে কুড়িনির মেয়ে ” ।
[ ] গল্পে যামিনীকে প্রথম দেখি মৎস শিকার বিলাসী যুবকের চোখে । সে গভীর রাতে কৌতুহল বশে ভাঙ্গা ছাদে উঠে অন্য একটি ঘরের জানালায় , ক্ষীণ আলোয় রহস্যময় ভাবে একটি মেয়েকে দেখে । সেই ছিল যামিনী । পরের দিন , পুকুরে মাছ ধরার সময় সে যামিনী কে সামনা সামনি দেখে । নি:সংকোচে মেয়েটি অচেনা শহুরে যুবকের সঙ্গে কথা বলে । “ বসে আছেন কেন ? টান দিন ।”
[ ] যামিনী দুঃখিনী মেয়ে । তোর বিবাহ হয়নি । নিরঞ্জন নামের কোনো এক যুবকের সঙ্গে তার বিবাহ দেবার জন্য তার অক্ষম মা ভেবে রেখেছেন । কিন্তু মিথ্যা বলে নিরঞ্জন অন্যত্র গিয়ে বিয়ে করে সংসার করছে । যামিনীর মা বিশ্বাস করে , নিরঞ্জন এসে যামিনী কে উদ্ধার করবে , তবে তার মরণ হবে । যামিনী মা কে সত্যি কথাটা বলতে পারেনা । অভাবের সংসার সে কষ্টে চালায় । তার পঙ্গু মায়ের কথায়....“ একধারে মেয়ে পুরুষ হয়ে ও কিনা করছে ।”
[ ] অসহায় পঙ্গু মায়ের মনে স্বস্তি দিতে পড় খাওয়া দুঃখী মেয়েটাকে উদ্ধার করতে মৎসশিকারি যুবকটি হঠাৎ নিরঞ্জনের ভূমিকা নেওয়ায় যামিনী স্বভাবতই যুবকটির প্রতি কৃতজ্ঞ হয়ে ওঠে । ভরসাও করে । যুবকরা কলকাতার উদ্দেশ্যে রওনা হবার সময় বিদায় জানায় । কথা বলে । লেখকের ভাষায় “ ঠোঁট থেকে নয় , মনে হবে , তার চোখের ভেতর থেকে মধুর একটি সকৃতজ্ঞ হাসি শরতের শুভ্রমেঘের মতো আপনার হৃদয়ের দিগন্ত স্নিগ্ধ করে ভেসে যাচ্ছে ।” কিন্তু এই পর্যন্তই । গল্পে যামিনীর জীবনে সার্থকতার সম্ভাবনা স্পষ্ট হয়নি ।
কোন মন্তব্য নেই