শনিবার, ২৮ আগস্ট, ২০২১

নীলদর্পণ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

 

বাংলা অনার্স সাম্মানিক নীলদর্পণ অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর বাংলা উপন্যাস নীলদর্পণ সাজেশন bengali honours nildorpon oti songkhipto questions answer nildorpon suggestions



১। চাকরিতে যোগ্যতার পরিচয় দিতে পারায় দীনবন্ধু সরকারের কাছ থেকে কোন পুরস্কার লাভ করেন ?


উত্তর:- চাকরিতে যোগ্যতার পরিচয় দিতে পারায় দীনবন্ধু সরকারের কাছ থেকে " রায়বাহাদুর " পুরস্কার লাভ করেন ।


২। দীনবন্ধু " নীলদর্পণ " নাটকে নিজের নাম ব্যবহার করেননি কেন ?


উত্তর:- " নীলদর্পণ " নীলকর সাহেবদের দোষ ত্রুটি প্রকাশ করার জন্য লেখা । লেখকের নাম জানা গেলে নীলকর সাহেবদের চাপে চাকুরীর ক্ষতি সাধন করা হতে পারে আশঙ্কা করেই দীনবন্ধু নাম গোপন করেছিলেন ।


৩। " নীলদর্পণ " কোথায় প্রথম অভিনীত হয় ? কখন ?


উত্তর:- ১৮৭২ সালের ৭ই ডিসেম্বর কলকাতায় " সাধারণ রঙ্গালয় " প্রতিষ্ঠিত হয় । ওইদিন উদ্বোধনী অভিনয় হিসেবে " নীলদর্পণ " অভিনীত হয় ।


৪। নীলদর্পনের ইংরেজী অনুবাদক ও প্রকাশকের নাম কী ?


উত্তর:- " নীলদর্পণ " ঢাকা শহর থেকে প্রকাশিত হয় । প্রকাশকের নাম ও মুদ্রকের নাম শ্রীরাম চন্দ্র ভৌমিক । মুদ্রিত " বাঙলার যন্ত্রে " ।


৫। সমকালীন কোন কোন পত্র পত্রিকায় নীলকর সাহেবদের অত্যাচারের কথা প্রচার করা হত ?


উত্তর:- সমকালীন পত্রিকা সংবাদ প্রভাকর , তত্ত্ববোধিনী , হিন্দু পেট্রিয়ট , সোম প্রকাশ , প্রভৃতি পত্র পত্রিকায় নীলকর সাহেবদের অত্যাচারের কথা প্রকাশ পেত ।

৬। " নীলদর্পণ " অভিনয় কালে কার অভিনয় দেখে কে জুতো ছুঁড়ে ছিলেন ?


উত্তর:- " নীলদর্পণ " অভিনয় কালে উড সাহেবের ভূমিকায় অধেরন্দু শেখর মুস্তাফির বাস্তব সম্মত অভিনয় দেখে শ্বেতনরপশু উডের দিকে জুতো ছুঁড়ে ছিলেন বিদ্যাসাগর ।


৭। নীল বিদ্রোহে কাদের নাম স্বরনীয় হয়ে আছে ?


উত্তর :- নীল বিদ্রোহে যাঁদের নাম স্বরনীয় হয়ে আছেন তাঁরা হলেন চৌ গাছার বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস , ঝিনাইদহের মহেশ চন্দ্র চট্টোাধ্যায় , বিশ্বনাথ সর্দার , গোপাল তরফদার প্রভৃতি ।


৮। বাংলাদেশের কোন কোন জেলায় নীলের চাষ ভালো হত ?


উত্তর:- বাংলাদেশের যশোর , নদীয়া , ২৪ পরগনা , পাবনা , রাজশাহী প্রভৃতি জেলায় নীল চাষ ভালো হত ।


৯। গোলক বসু ও সাধু চরণের প্রতি কত বিঘে জমিতে নীল চাষের আদেশ হয়েছিল ?


উত্তর:- গোলক বসুর প্রতি ৬০ বিঘে এবং সাধু চরণের প্রতি ৯ বিঘে জমিতে নীল চাষের আদেশ হয়েছিল ।


১০। নাটকের সূচনায় কোন গ্রাম জ্বালানোর কথা আছে ? কার উদ্যোগে সেই গ্রাম জ্বালানো প্রমাণ হয় এবং কে সাজা পায় ?


উত্তর:- নাটকের সূচনায় পলাশপুর গ্রাম জ্বালানোর কথা আছে । নবীন মাধবের তৎপরতায় সেই অপরাধ প্রমান হয়ে যায় এবং কুঠির সাহেব দেওয়ানের ছ বছর জেল হয় ।

১১। আদুরী কে ? তার স্বভাব কেমন ছিল ?


উত্তর:- নবীন মাধবের বাড়ীর পৌডা পরিচারিকা । তার স্বভাব ছিল কথায় কথায় রঙ্গ তামাশা করা ।


১২। সাধুচরণের স্ত্রী কন্যা ও ভাইয়ের নাম কি ?


উত্তর:- সাধুচরণের স্ত্রীর নাম রেবতী , কন্যার নাম ক্ষেত্রমনি , আর ভাইয়ের নাম রাইচরণ ।


১৩। কোন বাস্তব চরিত্রের অনুসরণে বা প্রভাবে ক্ষেত্রমনি চরিত্রের পরিকল্পনা পাওয়া যায় ? তাদের কুঠিতে আটকে রাখা হয়েছিল কেন ?


উত্তর:- কৃষণ কন্যা হরিমনি , যে আঁকিবলর্ড সাহেবের দ্বারা নির্যাতিতা হয়েছিল তারই অনুসরণে ক্ষেত্রমনির পরিকল্পনা ।


১৪। বেগুনবেড়ের কুঠিতে তোরাপের সঙ্গে আর কজন রাইয়তের সাক্ষাৎ পাওয়া যায় ? তোদের কুঠিতে আটকে রাখা হয়েছিল কেন ?


উত্তর:- বেগুনবেড়ের কুঠিতে তোরাপের সঙ্গে আরো চারজন রাইয়ত ছিল । তাদের আটকে রাখা হয়েছিল গোলক বসুর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য ।


১৫। " দেওয়ানজী মশাই এই ঘরডার মধ্যি ভূত আছে ।" ভুতটা আসলে কে ? 


উত্তর:- " এই ঘরডার মধ্যি ভূত আছে " ভুতটা আসলে " মজুমদার " নামে কোনো এক ব্যাক্তি যাকে গোপনে আটকে রাখা হয়েছে ।

১৬। ছোট সাহেবের রক্ষিতাদের নাম কি ?


উত্তর:- ছোট সাহেবের দুজন রক্ষিতা হল পদী ময়রানী ও কলি বুনো ।


১৭। " শ্যামচাঁদ " ও " রামকান্ত " কী ?



উত্তর:- বড়ো সাহেব উডের চাবুকের নাম " শ্যামচাঁদ " আর ছোট সাহেব রোগের চাবুকের নাম  " রামকান্ত " । আসলে দুটোই এক বিশেষ ধরনের চাবুক যাঁর উদ্ভাবন করেন মল্লাহাটির কুখ্যাত কুঠীয়াল লারমুর সাহেব ।


১৮। বড়ো সাহেব উডের অত্যাচারের কথা কে খবরের কাগজে লিখত ? তাঁর পেশা ছিল কি ?


উত্তর:- বড়ো সাহেব উডের অত্যাচারের কথা খবরের কাগজে লিখে দিতেন নীলকন্ঠবাবু । তিনি পেশায় উকিল ছিলেন ।


১৯। মোকদ্দমার জন্য নবীনের কত টাকার প্রয়োজন হয়েছিল ? সৈরন্ধী কীভাবে সেই টাকা জোগাড়ের পরামর্শ দিয়েছিল ?


উত্তর:- মোকদ্দমার জন্য নবীন মাধবের পাঁচশো টাকার প্রয়োজন হয়েছিল । সৈরন্ধী নিজের আর ছোটবউয়ের গহনা পোদ্দারের কাছে বন্ধক রেখে টাকা সংগ্রহের পরামর্শ দিয়েছিল ।


২০। নবীন মাধব স্ত্রীকে কোন কোন বিশেষণে সম্বোধন করেছেন ? নাটকের পক্ষে তা যথার্থ হয়েছে কী ?


উত্তর:- নবীন মাধব স্ত্রীকে প্রেয়সী , বিধুমুখী , প্রণয়িনী , শশিমুখী এই সব বিশেষণে সম্বোধন করেছেন । যা নাট্যধর্ম ক্ষুন্ন করেছে ।

২১। নবীন মাধব তাঁর সুদিনের সম্পদের কী তালিকা দিয়েছেন ?


উত্তর:- নবীন মাধব তাঁর সুসময়ের সম্পদের উল্লেখ করে বলেছেন " আমার ৭ শত টাকা মুনাফার গাঁতি , আমার ১৫ গোলা ধান , ১৬ বিঘার বাগান , আমার ২০ খান লাঙল , ৫০ জন মাইন্দার , পূজার সময় কি সমারোহ ।"


২২। নবীন মাধব কে ৩০০ টাকা দেবার কথা কে পত্র দিয়ে জানিয়েছিলেন ?


উত্তর:- নবীন মাধব কে ৩০০ টাকা দেবার কথা পত্র দিয়ে জানিয়েছিলেন গোকুল কৃষ্ণ পালিত ।


২৩। ক্ষেত্রমনি কীভাবে রোগ সাহেবের কামরায় গিয়েছিল ?


উত্তর:- পদী ময়রানীর সঙ্গে চারজন লেঠেল এসে দীঘিতে যাওয়ার পথ থেকে ক্ষেত্রমনিকে ধরে কামরায় নিয়ে গিয়েছিল ।


২৪। তোরাপ ইন্দ্রাবাদ গিয়েছিল কেন ?


উত্তর:- গোলক বসুর বিরুদ্ধে কুঠিয়ালরা যে ফৌজদারি মামলা দায়ের করেছিল তাতে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য  তোরাপকে অন্য কয়েকজন রায়তের সাথে ইন্দ্রাবাদ নিয়ে যাওয়া হয়েছিল ।


২৫। ক্ষেত্রমনিকে উদ্ধার করবার সময় কে নবীন মাধব কে সাহায্য করেছিল ?


উত্তর:- ক্ষেত্রমনিকে উদ্ধার করবার সময় তোরাপ নবীন মাধব কে সাহায্য করেছিল ।

২৬। গোলক বসু হাজত থেকে মুক্তি পাবার জন্য বিচারপতির কাছে নীলকুঠিকে কী দেবার সংকল্প করেছিলেন ?


উত্তর:- গোলক বসু মুক্তি পাবার জন্য বলেছিলেন " আমাকে খালাস দেন আমি প্রতিজ্ঞা করিতেছি যদিও হাল গরু অভাবে নীল করিতে না পারি বৎসর ২ সাহেব কে এক শত টাকা নীলের বদলে দিব ।


২৭। গোলক বসু কে ফৌজদারী মামলা থেকে মুক্ত করতে কাকে মোক্তারনামা দেওয়া হয় ?


উত্তর:- গোলক বসুর মামলায় ওকালত নামা দেওয়া হয় প্রাণধন মল্লিক কে ।


২৮। কোন ম্যাজিস্ট্রেট নিরপেক্ষ ছিলেন ? রায়তদের অভিযোগ শুনতেন ?


উত্তর:- অমরনগরের ম্যাজিস্ট্রেট নিরপেক্ষ ছিলেন । তিনি রায়তদের অভাব অভিযোগ শুনতেন ।


২৯। সাহেবদের হাত থেকে নবীন মাধব কে উদ্ধার করে আনবার সময় তোরাপ বড়ো সাহেবকে কী শাস্তি দিয়েছে ?


উত্তর:- নবীন মাধব কে উদ্ধারের সময় তোরাপ বড়ো সাহেবের নাক কামড়ে কেটে এনেছিল ।


৩০। নাকের খোঁজে সাহেবরা হামলা করতে পারে আশঙ্কায় তোরাপ কোথায় লুকাতে গিয়েছিল ?


উত্তর:- সাহেবদের হামলার ভয়ে তোরাপ ধানের গোলার মধ্যে লুকাতে গিয়েছিল ।

৩১। নীলদর্পণ নাটকে মোট কটি চিঠির কথা আছে ? চিঠি গুলির লেখকদের নাম কি ?


উত্তর:- নীলদর্পণ নাটকে তিনটি চিঠির কথা আছে । প্রথমটি বিন্দুমাধব লেখেন সরলতাকে , দ্বিতীয়টি শ্রী ঘনশ্যাম মুখোপাধ্যায় লেখেন নবীন মাধব কে  , তৃতীয়টি শ্রীগোকুলকৃষ্ণ পালিত লেখেন নবীন মাধব কে ।


৩২। হিন্দু পেট্রিয়োট পত্রিকার সম্পাদকের নাম কী ?


উত্তর:- হিন্দু পেট্রিয়োট পত্রিকার সম্পাদকের নাম হরিশ মুখার্জী ।


২টি মন্তব্য: